অর্থমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদে রোববার রাবিতে ক্লাস-পরীক্ষা বন্ধ
আপডেট: ২০১৫-১২-২৪ ০১:০৭:৪৯
শিক্ষকদের বেতন কাঠামো নিয়ে অর্থমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদে আগামী ২৭ ডিসেম্বর রোববার সকল প্রকার ক্লাস-পরীক্ষা বন্ধ রাখার ঘোষণা দিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। বুধবার রাত সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের জুবেরি ভবনের শিক্ষক লাউঞ্জে আয়োজিত শিক্ষক সমিতির সাধারণ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এ সময় বিশ্ববিদ্যালয়ের অন্তত তিন শতাধিক শিক্ষক উপস্থিত ছিলেন।
বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক আনন্দ কুমার সাহা এ তথ্য নিশ্চিত করে বলেন, বেতম কাঠামো চূড়ান্ত করার আগে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত শিক্ষকদের দাবি অনুযায়ী তা বাস্তবায়ন করার কথা বলেছিলেন। কিন্তু তা করা হয়নি। উল্টো বুধবার তিনি বলেছেন, আন্দোলন করে লাভ নেই, নতুন বেতন কাঠামো পরিবর্তন হবে না। অর্থমন্ত্রী এই বক্তব্যের প্রতিবাদে রাবিতে আগামী ২৭ ডিসেম্বর ক্লাস- পরীক্ষা বন্ধ রেখে পূর্ণদিবস কর্মবিরতির পালন করা হবে।’
বিশ্ববিদ্যালয় শিক্ষকদের এই নেতা আরও বলেন, ওই দিন কর্মবিরতি পালনের পর সংবাদ সম্মেলন করে শিক্ষকদের আন্দোলনের পরবর্তী বিষয়ে জানিয়ে দেওয়া হবে। দাবি আদায়ের ক্ষেত্রে আগামী ২ জানুয়ারি বিশ্ববিদ্যালয় শিক্ষক ফেডারেশনের কর্মসূচি পর্যবেক্ষণের পর প্রয়োজনে জরুরী সভা ডাকবে শিক্ষক সমিতি। সেই সভায় সিদ্ধান্ত নিয়ে রাবিতে লাগাতার কর্মবিরতি পালনের ডাক দেয়া হবে বলেও জানান তিনি। স্যার আজকের মিটিংয়ে এই সিদ্ধান্তের ঘোষণা দেয়া হয়