বিকেলে রেনউইক যজ্ঞেশ্বরের এজিএম
প্রকাশ: ২০১৫-১২-২৪ ১০:১৭:৪৭
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি রেনউইক যজ্ঞেশ্বর অ্যান্ড কোম্পানি (বিডি) লিমিটেডের বার্ষিক সাধারণ সভা (এজিএম) আজ ২৪ ডিসেম্বর বৃহস্পতিবার। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
ডিএসই সূত্রে আরও জানা গেছে, এদিন বিকেল সাড়ে ৩টায় কোম্পানিটির এজিএম অনুষ্ঠিত হবে। এজিএম অনুষ্ঠিত হবে কুষ্টিয়ার রেনউইক রোডের মিলস প্রঙ্গনে।
প্রসঙ্গত, গত ৩০জুন ২০১৫ সমাপ্ত হিসাব বছরে রেনউইক যজ্ঞেশ্বর অ্যান্ড কোম্পানি (বিডি) লিমিটেড শেয়ারহোল্ডারদের জন্য ১২ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর পুরোটাই নগদ লভ্যাংশ।