টাঙ্গাইলে র‌্যাবের সঙ্গে গোলাগুলি, নিহত ৩

প্রকাশ: ২০১৫-১২-২৪ ১০:৩১:০০


Rabটাঙ্গাইলে র‌্যাবের সঙ্গে গোলাগুলিতে তিনজন নিহত হয়েছেন। নিহতরা সবাই চরমপন্থি দলের সদস্য বলে দাবি করেছে র‌্যাব। এ ঘটনায় আহত হয়েছেন র‌্যাবের তিন সদস্য। বৃহস্পতিবার ভোররাতে টাঙ্গাইল সদর উপজেলার অমরপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন ওমর বাহিনীর প্রধান ওমর, সাদ্দাম ও কাশেম।

র‌্যাব জানায়, ভোরে সদর উপজেলার অমরপুর এলাকায় একটি ব্রিজের কাছে ওমর বাহিনীর প্রধান ওমরসহ অন্য সদস্যরা একত্রিত হচ্ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব সেখানে পৌঁছালে চরমপন্থিরা র‌্যাবের ওপর গুলি চালায়। এ সময় র‌্যাবও পাল্টা গুলি চালায়। এতে ওই তিন চরমপন্থি নেতা আহত হন। পরে তাদের টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।

নিহতদের বিরুদ্ধে টাঙ্গাইল মডেল থানায় অপহরণ ও হত্যাসহ ১১-১২টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।