নিশো-শখের নো
প্রকাশ: ২০১৫-১২-২৪ ১০:৪২:৫৮
আমরা অনেক কিছুই মেনে নেই, মুখ বুঝে সহ্য করে যাই। কাউকে ভদ্রতা দেখিয়ে তার কথা, অনুরোধ উপেক্ষা বা এড়িয়ে যেতে পারি না। অর্থাৎ কাউকে মুখের উপর না করতে পারিনা। এমনই একটা গল্প নিয়ে নির্মিত হয়েছে খণ্ড নাটক ‘নো’।
ঈগল এন্টারটেইনমেন্ট প্রযোজিত সাব্বির চৌধুরীর গল্প ভাবনায় নাটকটি রচনা করেছেন তানিন রহমান। এর পরিচালনা করেছেন রুপক বিন রউফ। নাটকটিতে জুটি বেঁধে অভিনয় করেছেন সময়ের জনপ্রিয় দুই তারকা আফরান নিশো ও আনিকা কবির শখ।
শখ-নিশো জুটি এর আগেও বেশ কিছু নাটকে কাজ করেছেন। তবে ‘নো’ নাটকের গল্পে তাদের ভিন্নভাবে ক্যামেরার সামনে নিয়ে আসছেন পরিচালক রূপক। নাটকে তারা দুজন অফিসের সহকর্মী। ধীরে ধীরে তাদের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক তৈরি হয়। এক পর্যায়ে সেটি আরো ঘনিষ্ঠ হয়ে উঠে।
নাটকের নাম ‘নো’ কেন জানতে চাইলে পরিচালক রূপক বলেন, ‘নাটকের গল্পে নিশো থাকেন অনেক সরল। কোনো কাজে কাউকে তিনি না বলতে পারেন না। সবকিছুতেই থাকে তার সম্মতি। এ নিয়ে তাকে বিচিত্র অভিজ্ঞতার মুখোমুখি হতে হয়।’
রূপক আরো জানান, ‘পুরো নাটকেই নিশো নো নো বলেছেন। কেবল একবারই বলেছেন ‘হ্যাঁ’।’ সেটি কখন জানতে চাইলে নির্মাতা বললেন, নাটকটি প্রচার পর্যন্ত অপেক্ষা করতে হবে।
রাজধানীর পরিবাগ, বনানীসহ বেশ কিছু মনোরম স্থানে শুটিং হওয়া নাটকটি শিগগিরই একটি বেসরকারি চ্যানেলে প্রচার হবে।