শেয়ার হস্তান্তর করবেন প্রিমিয়ার সিমেন্টের উদ্যোক্তা

প্রকাশ: ২০১৫-১২-২৪ ১৪:৪১:৪৭


premier-cement-bangladeshপুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি প্রিমিয়ার সিমেন্ট মিলস লিমিটেডের উদ্যোক্তা শেয়ার হস্তান্তরের ঘোষণা দিয়েছেন। মো. সালাউদ্দিন রোমান নামের এক উদ্যোক্তা ১৬ লাখ ৮০ হাজার শেয়ার হস্তান্তর করবেন। ঢাকা স্টক একচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, তার কাছে কোম্পানির মোট ১৬ লাখ ৮০ হাজার শেয়ার রয়েছে। এর সব শেয়াই তিনি তার ভাই মো. জাহিদুল ইসলামকে হস্তান্তর করবেন।

এই পরিচালক আগামী ৩০ কার্যদিবসের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জের অনুমতি সাপেক্ষে এই শেয়ার হস্তান্তর করতে পারবেন।