সানবিডির প্রতিনিধি হৃদয় কার্যনির্বাহী সদস্য নির্বাচিত
আপডেট: ২০১৫-১২-২৪ ১৮:৪৭:৩৯
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রিপোর্টাস ইনিটির নির্বাচনে সানবিডি২৪.কমের প্রতিনিধ মো. ইউনুস আলী হৃদয় কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ১ম বর্ষের ছাত্র।
বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের রাকসু ভবনে রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে সদ্য বিদায়ী কমিটির সাধারণ সম্পাদক আলী রমজান নব নির্বাচিত এ কমিটি ঘোষণা করেন।
মো. ইউনুস আলী হৃদয় কুষ্টিয়ার মো. মোল্লা ইউসুফ আলী ও মোসা: রেহেনা খাতুনের ছেলে। তিনি কুষ্টিয়া জেলা স্কুল থেকে এসএসসি এবং কুষ্টিয়া সরকারী কলেজে থেকে এইচএসি পাশ করেন।
উল্লেখ্য, এ নির্বাচনে দৈনিক করতোয়ার শহিদুল ইসলামকে সভাপতি ও বাংলাদেশ প্রতিদিনের জয়শ্রী ভাদুড়ীকে সাধারণ সম্পাদক করে রাজশাহী বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটির ১৭ সদস্য বিশিষ্ট ২০১৫-১৬ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।
সানবিডি/ঢাকা/এসএস