সাংবাদিকতা বিষয়ে দু’মাস ব্যাপি প্রশিক্ষণ কর্মসূচি
প্রকাশ: ২০১৫-১২-২৪ ১৯:৫৩:৫৩
টেলিভিশন সাংবাদিকতা, সংবাদ উপস্থাপনা ও সংবাদপত্রে কর্মসংস্থানের লক্ষ্যে সার্টিফিকেট কোর্স শুরু করতে যাচ্ছে বাংলাদেশ মিডিয়া এন্ড ম্যানেজমেন্ট ট্রেনিং ইনস্টিটিউট (বিএমটিআই)।
২ মাস ব্যাপি এ প্রশিক্ষণে প্রশিক্ষক হিসাবে থাকবেন-রহিমা আখতার কল্পনা, এম আলমগীল, মিঠুন মোস্তাফিজ, বাকের হোসাইন, মাকসুদন্নবী, আলাউদ্দিন আরিফ, দেবাশীষ, জেবা রহমান,সজিব সাদিক,অনিমেশ কর, আশিকুর রহমান শ্রাবন,প্লাবন রহমান,বাতেন বিপ্লব, আমিরুল মোমেনিন মানিক, অনিকা ফারজানা, শফিউল আলম রাজা , জিয়াউল হক সবুজ, আর জে সালমান, সালাউদ্দিন রাজ্জাক, সাজিদ রাজু, গোলাম রাব্বী, আর জে সাইমুর রহমান সহ দেশের ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার জনপ্রিয় বেশ কয়েকজন নবীন-প্রবীন সংবাদকর্মী।
এ বিষয়ে যোগাযোগ করতে পারেন : বিএমটিআই, ৩৭৩ দিলু রোড মগবাজার ঢাকা ১২১৭। ফোন:০২৯৩৪৯৩৭৩, ০১৯৩৫২২৬০৯৮। প্রেস বিজ্ঞপ্তি।