‘শ্বাসরুদ্ধকর পরিস্থিতি থেকে জনগণকে রক্ষা করতে বিএনপি নির্বাচনে’
প্রকাশ: ২০১৫-১২-২৫ ১৪:৩৩:৪০
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘শ্বাসরুদ্ধকর পরিস্থিতি থেকে জনগণকে রক্ষা করতে আমরা নির্বাচনে অংশ নিয়েছি। ওরা এই নির্বাচনে ধানের শীষকে পরাস্ত করে বিশ্ববাসীকে দেখাতে চায় যে, তাদের জনপ্রিয়তা আছে। কিন্তু ভোটারবিহীন নির্বচানে ক্ষমতায় আসা এই দলটিকে ভোটের মাধ্যমে জবাব দিতে হবে।’
শুক্রবার সকালে ঠাকুরগাওয়ে পৌরসভা নির্বাচনী প্রচারণাকালে তিনি এ কথা বলেন। শহরের সত্যপীর ব্রিজে আয়োজিত এ পথসভায় অন্যান্যদের মধ্যে তার ছোটভাই বিএনপি মেয়র প্রার্থী মির্জা ফয়সল আমীন বক্তব্য রাখেন। আজ সারাদিন শহরের বিভিন্ন কর্ণারে তিনি পথসভা ও জনসংযোগ করবেন।
মির্জা ফখরুল বলেন, ‘ভোট রক্ষা করতে কেন্দ্রে কেন্দ্রে ভোট পাহাড়া দিতে হবে। উন্নয়নের মার্কা ধানের শীষের বিজয় উল্লাসে জনগণ মেতে ওঠেছে। আমরা যাতে নির্বাচনে কাজ না করতে পারি সেজন্য বিরোধী দলের ৬হাজার কর্মীকে নির্বাচনের সময় গ্রেফতার করা হয়েছে। আলেম ওলামাদের বেইজ্জতি করা হচ্ছে, জেলে রাখা হচ্ছে।’
শনিবার সকালে পীরগঞ্জ পৌরসভায় জনসংযোগের পর তিনি সড়ক পথে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন বলে জানা গেছে