গাজীপুরে যুবকের জবাই করা মরদেহ উদ্ধার

প্রকাশ: ২০১৫-১২-২৬ ১০:৫১:২৫


Lashগাজীপুরে জবাই করা অজ্ঞাত পরিচয়ের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের বয়স আনুমানিক ৩০ বছর। তার পরণে খয়েরী রংয়ের সোয়েটার এবং খাকি রংয়ের প্যান্ট রয়েছে।

শনিবার সকালে গাজীপুর সিটি কর্পোরেশনের ৫নং ওয়ার্ডের কাশিমপুর সুরাবাড়ি এলাকার জারা গার্মেন্টের পাশের জঙ্গলে ওই যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।

সকালে জয়দেবপুর থানার পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজ উদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
চক্রবর্তী পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই আল মামুন জানান, নিহতের গলা জবাই করা এবং শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।
সানবিডি/ঢাকা/এসএস