কুশল পেরেরা চার বছরের জন্য নিষিদ্ধ

প্রকাশ: ২০১৫-১২-২৬ ১১:৫৯:৪৭


kusolশ্রীলঙ্কা ক্রিকেটের উইকেটকিপার ব্যাটসম্যান কুশল জেনিথ পেরেরাকে চার বছরের জন্য নিষিদ্ধ করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। ডোপ টেস্টে পজিটিভ হওয়ায় তার বিরুদ্ধে এ ব্যবস্থা নেয়া হয়েছে।

চলতি মাসে কাতারে ডোপ পরীক্ষায় (বি স্যাম্পল) তিনি ধরা পড়েছিলেন। তবে আইসিসির এ সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা হবে
বলে জানিয়েছেন শ্রীলঙ্কার ক্রীড়ামন্ত্রী দয়াসিরি জয়াসেকেরা।
 শ্রীলঙ্কার ক্রীড়ামন্ত্রী বলেন,  আমরা পেরেরাকে তাকে হারাতে চাই না। তার জন্য যা যা করা প্রয়োজন সবই আমরা করব। তিনি বলেছেন, সে পায়ের ব্যথার কারণে কিছু ওষুধ নিয়েছিল।
সানবিডি/ঢাকা/এসএস