নিয়ন্ত্রণ হারিয়ে বাস বাড়ির ভিতরে
প্রকাশ: ২০১৫-১২-২৬ ১৪:১১:১১
পাতি ভেঙে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস পার্শ্ববর্তী বাড়ির ভিতরে ঢুকে পড়লে অন্তত ২০ যাত্রী আহত হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০টায় সাতক্ষীরার জাহানাবাজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ১০টায় আশাশুনির উদ্দেশে সাতক্ষীরা থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস জাহানাবাজ এলাকার নারিকেল তোলা নামক স্থানে পৌঁছালে বাসের পাতি ভেঙে যায়।
এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি উল্টে পার্শ্ববর্তী একটি বাড়ির মধ্যে ঢুকে যায়। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ২০ যাত্রী। আহতদের উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতারে ভর্তি করা হয়েছে। সদর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
সানবিডি/ঢাকা/এসএস