রাস্তা পারাপারে ছোট প্রাণীদের জন্য ‘ইকো সেতু’
সান বিডি ডেস্ক আপডেট: ২০২০-১২-০১ ২০:১৯:৫৯
সরীসৃপ ও বিভিন্ন ছোট প্রাণীদের রাস্তা পারাপারের জন্য সেতু বানাচ্ছে ভারতের পর্বতময় উত্তরাখণ্ড রাজ্যের বন কর্মকর্তারা। বনের ভিতর দিয়ে যাওয়া ব্যস্ত মহাসড়ক পারাপারে প্রাণীদের জন্য ব্যবহৃত হবে সেতুটি।
ভারতীয় গণমাধ্যমের দাবি বাঁশ, পাট ও ঘাস দিয়ে তৈরি ৯০ ফুট দৈর্ঘ্যের ‘ইকো সেতু’টি বিশ্বে প্রথম ।
উত্তরাখণ্ডের জনপ্রিয় পর্যটনকেন্দ্র নৈনিতালে যাওয়ার পথে পড়েছে ব্যস্ত মহাসড়কটিতে দ্রুতগামী গাড়ির নিচে চাপা পড়ে বহু প্রাণী মারা যায়। তাদের রক্ষা করতে সেতু নির্মাণ করা হয়েছে।
সানবিডি/এনজে/৮:২০/০১.১২.২০২০