জেইউডিও এর নতুন নেতৃত্বে রাহাত ও শাহীন

প্রকাশ: ২০১৫-১২-২৭ ১৮:১১:৪৬


judo president, secretaryজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিতর্ক সংগঠন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডিবেট অর্গানাইজেশন প্রত্নতত্ত্ব বিভাগের ছাত্র শেখ রাহাত রহমান-কে সভাপতি ও আইন ও বিচার বিভাগের ছাত্র শাহীন রেজা-কে সাধারন স¤পাদক করে তাদের ১১ তম কার্যনির্বাহী পরিষদ ঘোষনা করেছে। শনিবার সন্ধ্যায় বিশ^বিদ্যালয়ের সেলিম আল দীন মুক্তমঞ্চে এ কমিটি ঘোষনা করা হয়।

এর আগে শনিবার সন্ধ্যায় জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডিবেট অর্গানাইজেশন (জেইউডিও) ২৪-২৬ ডিসেম্বর তাদের ৮ম আন্তঃ হল বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করে। প্রতিযোগিতায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ১৩টি আবাসিক হল অংশগ্রহণ করে যাদের মধ্য হতে আল-বেরুনী হল ও শহীদ সালাম-বরকত হল ফাইনালে উত্তীর্ণ হয়। ফাইনাল বিতর্কটি সেলিম আল দীন মুক্তমঞ্চে ২৬ তারিখ সন্ধ্যা ৫.৩০ মিনিটে অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করে আল-বেরুনী হল এবং ফাইনাল বিতর্কে শ্রেষ্ঠ বক্তা হবার গৌরব অর্জন করেন আল-বেরুনী হলের ছাত্র মহির মারুফ। অনুষ্ঠানের আহবায়ক হিসেবে দায়িত্ব পালন করেন ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের ছাত্র ইব্রাহিম হোসেন।

বিতর্ক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সম্মানিত মডারেটর ও ইতিহাস বিভাগের সভাপতি অধ্যাপক ড. এ টি এম আতিকুর রহমান এবং জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডিবেট অর্গানাইজেশন (জেইউডিও)-র প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল্লাহ আহমেদ চৌধুরী মামুন। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. তপন কুমার সাহা সহ বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি অর্থনীতি বিভাগের ছাত্র সাব্বির আহমেদ।

সানিবডি/ঢাকা/কবির/এসএস