ক্র্যাব নির্বাচনে লাবলু সভাপতি মাহবুব সম্পাদক

আপডেট: ২০১৫-১২-২৭ ২২:১৩:০৭


crabক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্র্যাব) কার্যনির্বাহী কমিটি-২০১৬ এর নির্বাচনে আখতারুজ্জামান লাবলু সভাপতি ও মাহবুব আলম লাবলু সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। রোববার সকাল ১০টা থেকে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) দোতলায় ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকেলে ৪টা পর্যন্ত। রাত ৮টার দিকে ফলাফল ঘোষণা করা হয়।

 ঘোষিত ফলাফল অনুয়ায়ী, সভাপতি পদে আখতারুজ্জামান লাবলু পেয়েছেন ১১১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসারফ হোসেন ইসা পেয়েছেন ৮৫ ভোট। সহ-সভাপতি পদে মির্জা মেহেদী তমাল ১০৪ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাব্বির মাহমুদ পান ৮৮ ভোট।
 সাধারণ সম্পাদক পদে তিনজন প্রার্থীর মধ্যে মাহবুব আলম লাবলু পান ১০৩ ভোট। একই পদে উমর ফারুক আল হাদী ৫৬ ও আমীর মুহাম্মদ জুয়েল পান ৩৫ ভোট। যুগ্ম-সম্পাদক পদে মোহাম্মদ মোমিন হোসেন ১৩৬ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অখিল কুমার পোদ্দার পান ৬০ ভোট।

প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে এম এম বাদশাহ ১২৫, প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক পদে মমতাজ উদ্দিন ১০৪, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে জাহাঙ্গীর হোসেন বাবু ১১১, দফতর সম্পাদক পদে আজিজুল হাকিম ১২৭ ভোট পেয়ে বিজয়ী হন। কার্যনির্বাহী সদস্য পদে  আমিনুল ইসলাম, শাহিন আবদুল বারী ও মো. এমদাদুল হক খান বিজয়ী হয়েছেন।

এছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতরা হলেন- অর্থ সম্পাদক পদে এস এম দেলোয়ার হোসেন ও সাংগঠনিক সম্পাদক পদে মামুনুর রশীদ। পাঁচ সদস্যের নির্বাচন কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন সাকির আহমদ।