দৈত গানে কণ্ঠ দিলেন লিটন ও নদী
প্রকাশ: ২০১৫-১২-২৮ ১৮:৪৫:৫১
প্রথমবারের মতো একই গানে কণ্ঠ দিলেন তরুন কণ্ঠশিল্পী রিয়াজ লিটন ও চ্যানেল আই সেরাকণ্ঠ ২০০৯ এর দ্বিতীয় রানারআপ মৌমিতা তাশরিন নদী। রেজাউর রহমান রিজভীর লেখা এই গানটির শিরোনাম ‘খুনসুটি’। গানটির সুর ও সংগীতায়োজন করেছেন সজীব দাস।
গানটি প্রসঙ্গে গীতিকার রেজাউর রহমান রিজভী বলেন, ‘খুনসুটি’ গানটিতে সজীব দা বেশ সুন্দর একটি সুর দাঁড় করিয়েছেন। গানটির সুরের মাঝেও ভিন্নতা আছে। আর শিল্পী দুজনও তাদের সর্বোচ্চটাই দিয়েছেন।
সংগীত পরিচালক সজীব দাস বলেন, রিজভী ভাইয়ের কথা আর রিয়াজ-নদীর গায়কীতে অসাধারণ আধুনিক ক্লাসিক্যাল ফিউশন এটি। গানটির সুর ও সংগীতে আমি সর্বোচ্চ পরিশ্রম করেছি। আমি বিশ্বাস করি শ্রোতাদের মনেও গানটি ঠাঁয় করে নেবে।
নদী বলেন, প্রথমবারের মতো আমি সজীব দা’র সুরে গাইলাম। ‘খুনসুটি’ গানের কথা ও সুর বেশ দারুণ। আমার গাইতে যেমন ভালো লেগেছে, তেমনি আশা করবো শ্রোতাদের কাছেও গানটি ভালো লাগবে।
রিয়াজ লিটন বলেন, গানটিতে কণ্ঠ দিয়ে আমি অন্যরকম ভালোলাগা উপলব্ধি করছি। আমি আশাবাদী গানটির কথা, সুর ও সংগীত শ্রোতাদের ভালো লাগবে।
জানা গেছে, আগামী ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবস উপলক্ষে শীঘ্রই ‘খুনসুটি’ গানটির মিউজিক ভিডিও নির্মাণ করা হবে। এসময় অ্যালবাম ও মিউজিক ভিডিও দুটোই একসঙ্গে প্রকাশ করা হবে।
সানবিডি/ঢাকা/এসএস