স্বজনপ্রীতি ও ঘুষ গ্রহণের অভিযোগে রিটার্নিং অফিসারের প্রত্যাহার দাবী বিএনপি’র

প্রকাশ: ২০১৫-১২-২৮ ১৯:৫৬:৫৮


pic-28-12-2015খাগড়াছড়ি পৌরসভা নির্বাচনের দায়িত্বে থাকা রিটার্নিং অফিসার ও অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) এ টি এম কাউছার হোসেনের বিরুদ্ধে স্বতন্ত্র মেয়র প্রার্থীকে সুবিধা প্রদানের অভিযোগ করেছে জেলা বিএনপির সভাপতি ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সাবেক চেয়ারম্যান ওয়াদুদ ভূইয়া।

সোমবার বেলা সাড়ে ১২টায় খাগড়াছড়ি জেলা বিএনপি দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে তিনি এসব অভিযোগ করেন।

তিনি অভিযোগ করে বলেন, স্বতন্ত্র মেয়র প্রার্থী রফিকুল আলম রিটার্নিং অফিসারের আত্মীয় হওয়ায় স্বজন প্রীতি ও ঘুষ গ্রহণ করে নির্বাচনী পরিবেশে পক্ষপাতিত করছে। এছাড়া স্বতন্ত্র মেয়র প্রার্থী বহিরাগত সন্ত্রাসীদের এনে এলাকায় এলাকায় সাধারণ ভোটারদের ভয়ভীতি দেখাচ্ছে এবং কেন্দ্র দখলের পরিকল্পনা চালাচ্ছে। এতো কিছুর পরও রিটার্নিং অফিসারের ভূমিকায় সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ করে অবিলম্বে রিটার্নিং অফিসার এটিএম কাউছার হোসেনকে প্রত্যাহারের দাবী জানান তিনি।

সংবাদ সম্মেলনে জেলা বিএনপির জ্যৈষ্ঠ সহ-সভাপতি ও খাগড়াছড়ি জেলা মনিটরিং সেলের প্রধান সমন্বয়কারী প্রবীণ চন্দ্র চাকমা, মেয়র প্রার্থী এডভোকেট আব্দুল মালেক মিন্টুসহ জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সানবিডি/ঢাকা/রাআ