পাবলিক ইস্যু রুলসসহ কয়েকটির বন্ডের অনুমোদন দিয়েছে বিএসইসি

আপডেট: ২০১৫-১২-২৮ ২২:৩৩:৫৬


bsecপাবলিক ইস্যু রুলস-২০১৫-এর চূড়ান্ত অনুমোদনসহ দুই ব্যাংকের সাবঅর্ডিনেটেড বন্ড অনুমোদন, বিএসআরএম স্টিলের জিরো কুপন বন্ড অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। সোমবার কমিশনের ৫৬২তম কমিশন সভায় এসব অনুমোদন দেয়া হয়। বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সাইফুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা গেছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, পাবলিক ইস্যু রুলস-২০১৫-এর ওপর জনমত জরিপে প্রাপ্ত মতামত যাছাই-বাছাই করে চূড়ান্ত অনুমোদন দেয়া হয়েছে। যা অতি শিগগিরই গেজেটে প্রকাশ করা হবে।

এদিকে আইএফআইসি ও ঢাকা ব্যাংকের সাবঅর্ডিনেটেড বন্ড অনুমোদন দিয়েছে বিএসইসি। বিজ্ঞপ্তিতে সূত্রে জানা গেছে, আইএফআইসি ব্যাংক ৭ বছর মেয়াদি ৩৫০ কোটি টাকার সাবঅর্ডিনেটেড বন্ড ইস্যু করবে। বন্ডটির বৈশিষ্ট্য হলোÑ সম্পূর্ণ রিডিমঅ্যাবল ও কুপন বেয়ারিং। আইএফআইসি ব্যাংক বন্ড থেকে উত্তোলিত অর্থ ব্যাসেল-৩-এর নির্দেশনা অনুযায়ী মূলধন ভিত্তি শক্তিশালী করার কাজে ব্যবহার করবে। ১০ লাখ টাকা মূল্যের প্রতিটি ইউনিট ইস্যু করা হবে। কুপন রেট ১০ থেকে ১২ শতাংশ।

ব্যাংকটির ট্রাস্টি হিসেবে কাজ করছে ব্র্যাক ইপিএল ইনভেস্টমেন্ট ও ট্রাস্ট ব্যাংক লিমিটেড। ঢাকা ব্যাংক ৭ বছর মেয়াদি ৩০০ কোটি টাকার নন-কনভার্টঅ্যাবল সাবঅর্ডিনেটেড বন্ড ইস্যু করবে। বন্ডটির বৈশিষ্ট্য হলো, নন-কনভার্টঅ্যাবল, আনলিস্টেড, সম্পূর্ণ রিডিমঅ্যাবল ও সাবঅর্ডিনেটেড। ব্যাংকটি বন্ড থেকে উত্তোলিত অর্থ দিয়ে ব্যাসেল-২ শর্ত পূরণ করবে। ১০ লাখ টাকা মূল্যের প্রতিটি ইউনিট ইস্যু করা হবে। কুপন রেট ১০ থেকে ১৩ শতাংশ। ব্যাংকটির ম্যানডেটেড লিড অ্যারেঞ্জার ও ট্রাস্টি হিসেবে কাজ করছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক ও গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স লিমিটেড।

একই সভায় বিএসআরএম স্টিলের ২৪৫ কোটি ৫ লাখ ৯০ হাজার টাকার জিরো কুপন বন্ড অনুমোদন দিয়েছে বিএসইসি। বিএসআরএম স্টিল ৪ বছরমেয়াদি এই বন্ড ইস্যু করবে, যা করপোরেটস, ফান্ডস, আর্থিক প্রতিষ্ঠান ও উচ্চ সম্পদ সম্পন্নদের মাঝে প্রাইভেট পে¬সমেন্টের মাধ্যমে ইস্যু করা হবে।

প্রতিষ্ঠানটি বন্ড থেকে উত্তোলিত অর্থ তারল্য চাহিদা পূরণ ও বিদ্যুৎ প্রকল্পের কাজে ব্যবহার করবে। প্রতিটি ইউনিটের মূল্য ১ হাজার টাকা এবং ডিসকাউন্ট রেট ৯.৫ শতাংশ। প্রতিষ্ঠানটির লিড অ্যারেঞ্জার ও ট্রাস্টি হিসাবে কাজ করছে স্টান্ডার্ড চার্টার্ড ব্যাংক ও গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স লিমিটেড।