সড়ক দূর্ঘটনায় জাককানইবি’র ছাত্র নিহত
আপডেট: ২০১৫-১২-২৮ ২২:৫৩:৩০
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের দুই জন ছাত্র সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। আজ আনুমানিক সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে তারা নিহত হন বলে জানা যায়। নিহত দুই জন হলেন জাককানইবি সিএসই বিভাগের তৃতীয় বর্ষের মাহফুজার রহমান আসিফ এবং প্রথমবর্ষের আবদুল্লাহ আল মামুন। আসিফের বাড়ি ত্রিশালে এবং মামুনের বাড়ি ময়মনসিংহে বলে বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে ।
প্রত্যক্ষদর্শীরা জানায় আনুমানিক সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে আসিফ ও মামুন মোটর সাইকেল যোগে ত্রিশাল যাওয়ার পথে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে ঢাকা- ময়মনসিংহ মহাসড়কে পৌঁছালে ময়মনসিংহগামী শাহজালাল পরিবহনের একটি বাস আসিফ মামুনের মটরবাইককে ধাক্কা দেয় । ঘটনাস্থলেই দুজনই নিহত হয় ।
এদিকে এই খবর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পৌঁছালে তাদের সহপাঠীরা কান্নায় ভেঙ্গে পড়েন। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এক বার্তায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, ট্রেজারার, রেজিষ্ট্রার, শিক্ষক সমিতি, বঙ্গবন্ধু পরিষদ কর্মকর্তা পরিষদ, সাংবাদিক সমিতি, শিক্ষার্থী এবং কর্মচারীবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন বলে গণমাধ্যমকে অবহিত করা হয়। উক্ত বিজ্ঞপ্তি থেকে জানা যায় যে, এই ঘটনার প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আগামীকাল সকল ক্লাশ-পরীক্ষা বন্ধ রাখার ঘোষনা দিয়েছেন। এছাড়া আগামীকাল কালো পতাকা উত্তোলনসহ বাদ জোহর নিহতদের আত্মার মাগফেরাত কামনার জন্য মিলাত মাহফিলের ব্যবস্থা করা হবে বলে বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে ।
সানবিডি/আজিজ/এস