পেঁয়াজ এখন ব্যবসায়ী-কৃষকদের গলার কাঁটা
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-১২-৩০ ১৬:৫৬:০৯
হঠাৎ করে বন্ধ ঘোষণার সাড়ে তিন মাস পর পেঁয়াজ রফতানির নিষেধাজ্ঞা তুলে নিয়েছে ভারত।সরকারের অনুমতি পেলে আগামী ২ জানুয়ারি সেই পেঁয়াজ দেশে আসতে শুরু করবে। তবে ভারত এমন সময়ে নিষেধাজ্ঞা প্রত্যাহার করল যখন বাজারে দামে ধস নামায় চট্টগ্রাম বন্দরে আমদানীকৃত বিপুল পেঁয়াজ জমে আছে; দেশের পাইকারি বাজারে পেঁয়াজের চড়া দাম প্রায়ই ‘নাগালের’ মধ্যে চলে এসেছে। একই সঙ্গে আগামী মাস থেকে পুরোদমে নতুন দেশি পেঁয়াজ বাজারে আসবে। এখনো কিছু আসছে।
দেশে এমন সময়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি করলে ব্যবসায়ীরা দেউলিয়া হবেন; সাধারণ কৃষকরাও ন্যায্য দাম পাবেন না মনে করছেন বাজার বিশ্লেষকরা। তবে সন্দেহ নেই ক্রেতারা আরো কম দামে পেঁয়াজ খেতে পারবেন। কারণ ভারত থেকে পেঁয়াজ দেশে এলেই পাইকারিতে দাম ২০ টাকায় চলে আসবে।
সানবিডি/এনজে