বরগুনায় সংঘর্ষে আহত ২
আপডেট: ২০১৫-১২-৩০ ১১:০০:৪১
বরগুনা পৌরসভার গগণ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয় ভোটকেন্দ্র দখল করে আওয়ামী লীগের মেয়রপ্রার্থীর পক্ষে সিল মারার সময় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষে নির্বাচনী কর্মকর্তাসহ দুইজন আহত হয়েছেন।
বুধবার ভোট চলাকালে সকাল পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনার পর পরই গগণ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে বলে জেলা রিটার্নং অফিসার মঞ্জুরুল আলম।
তিনি বলেন, “সকালে ভোট শুরুর পর নৌকার প্রার্থী কামরুল আহসান মহারাজের লোকজন ওই কেন্দ্র দখল করে সিল মারা শুরু করে। অন্য মেয়র প্রার্থীর সমর্থকরা বাধা দিলে গণ্ডগোল শুরু হয়।
এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কেন্দ্রের ভেতরে ঢুকলে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ বাধে। এতে সহকারী প্রিজাইডিং অফিসার ডা. শফিকুল ইসলামসহ দুইজন আহত হন।এঘটনার পরপরই ওই কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়।
সানবিডি/ঢাকা/এসএস