স্বরূপকাঠীতে ধানের শীষের এজেন্টদের মারধরের অভিযোগ

আপডেট: ২০১৫-১২-৩০ ১১:৩১:১৬


Sarupkathiস্বরূপকাঠী পৌরসভার তিনটি ভোট কেন্দ্র থেকে ধানের শীষের এজেন্টদের মারধর করে বের করে দিয়েছে নৌকা প্রতীকের সমর্থকরা।

বিএনপির মেয়র প্রার্থী শফিকুল ইসলাম জানান, ৩নং ওয়ার্ডের ভোট কেন্দ্র শহীদ স্মৃতি কলেজ। এ কেন্দ্রে আমার ছেলে ও প্রধান নির্বাচনী এজেন্ট সাব্বিরকে সন্ত্রাসীরা মারধর করে কেন্দ্র থেকে বের করে দেয়। আমার কর্মী মহাসিন মিলুকেও তারা মারধর করেছে।

এছাড়া ২,৩ ও ৮ নং ওয়ার্ডের ভোট কেন্দ্র থেকে ধানের শীর্ষের এজেন্টদেরকে বের করে দেয়ায় সেখানে বিএনপির মেয়র প্রার্থীর পক্ষে এ রিপোর্ট লেখা পর্যন্ত কোনো এজেন্ট নেই।

তবে ২ নং ওয়ার্ডের গণমান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মোঃ কামরুজ্জামান বলেন, আমার জানা নেই এ কেন্দ্র থেকে ধানের শীষে এজেন্টদের বের করে দেয়া হয়েছে।

পিরোজপুরের স্বরূপকাঠী পৌরসভায় নয়টি ওয়ার্ডে মোট ১২ হাজার ৪৭০ জন ভোটার রয়েছেন। নয়টি ভোট কেন্দ্রের
মধ্যে সকাল সাড়ে ৮টার আগেই তিনটি ভোট কেন্দ্রে বিএনপির এজেন্টদেরকে কেন্দ্র থেকে বের করে দেয়া হয়েছে।

এদিকে সকাল ৯টায় ১নং ওয়ার্ডের ভোট কেন্দ্র স্বরূপকাঠী পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ে গিয়ে দেখা গেছে, পুরুষ ভোটারের চেয়ে নারী ভোটারদের উপস্থিতি বেশি। সেখানে র‌্যাব, পুলিশসহ আইন-শৃংখলা বাহিনীর সদস্যরা টহল দিচ্ছেন।

সানবিডি/ঢাকা/এসএস