কালিয়া পৌরসভায় বিএনপি মেয়র প্রার্থীর নির্বাচন বর্জন
প্রকাশ: ২০১৫-১২-৩০ ১২:৪১:০২
নড়াইলের কালিয়া পৌরসভায় বিএনপির মেয়র প্রার্থী এসএম ওয়াহিদুজ্জামান নির্বাচন বর্জন করেছেন।
বুধবার সকাল সাড়ে ৯টার দিকে অনিয়ম ও ভোট কারচুপির অভিযোগ এনে তিনি নির্বাচন বর্জন করেন। এছাড়া ভোটগ্রহণে অনিয়মের অভিযোগে পূর্ব কালিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে নির্বাচন স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন কালিয়া রিটার্নিং কর্মকর্তা শেখ আনোয়ার হোসেন।
এদিকে মির্জাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে এক প্রার্থীর এজেন্ট মোবাইলফোনে ভোটকেন্দ্রের ভেতরে কথা বলার দায়ে ছয়মাসের কারাদণ্ডাদেশ দিয়েছেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হারুন অর রশিদ। প্রচণ্ড শীত ও কুয়াশার কারণে সকালের দিকে বিভিন্ন ভোটকেন্দ্রে ভোটার উপস্থিতি কম লক্ষ্য করা গেছে।
তৎপর রয়েছে আইন-শৃঙ্খলাবাহিনী। এছাড়া নড়াইল পৌরসভায়ও ভোটগ্রহণ চলছে। এখনো পর্যন্ত সুষ্ঠু সুন্দরভাবে ভোটগ্রহণ চলছে বলে জানিয়েছেন নড়াইল পৌরসভার রিটার্নিং কর্মকর্তা রায়হান কাওছার। নড়াইল পৌরসভায় ৮ এবং কালিয়া পৌরসভায় ৭ মেয়র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
সানবিডি/ঢাকা/এসএস