যেসব প্রার্থী ভোট বর্জন করেছেন

আপডেট: ২০১৫-১২-৩০ ১৩:০৪:২০


ECভোট কারচুপি ও অনিয়মের অভিযোগে পৌরসভা নির্বাচনে বেশ কয়েকজন  প্রার্থী ভোট বর্জন করেছেন। প্রতিনিধিদের পাঠানো খবর

টাঙ্গাইল : মধুপুর পৌরসভার ৯টি ওয়ার্ডের ১৭টি ভোটকেন্দ্রে আওয়ামী লীগ সমর্থিক মেয়র প্রার্থী মাসুদ পারভেজের বিরুদ্ধে ব্যাপক ভোট কারচুপির অভিযোগ এনে নির্বাচন থেকে সড়ে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী শহিদুল ইসলাম ওরফে সরকার শহিদ।

রাঙ্গুনিয়া : ভোটকেন্দ্র দখল ও জাল ভোটে বাক্স ভর্তি করার অভিযোগ এনে চট্টগ্রামের রাঙ্গুনিয়া বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী হেলাল উদ্দিন ভোট বর্জন করেছেন।

রাঙ্গুনিয়ার বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী হেলাল উদ্দিন রাইজিংবিডিকে বলেন, ‘সকাল থেকেই সরকারদলীয় মেয়র প্রার্থীর নেতা-কর্মীরা রাঙ্গুনিয়া পৌরসভার সবগুলো ভোটকেন্দ্র নিজেদের দখলে নিয়ে জাল ভোটের মহৌৎসব শুরু করেছে। কোনো কেন্দ্রেই বিএনপির এজেন্টদের থাকতে দেওয়া হয়নি। প্রতিটি কেন্দ্র থেকে তাদের বের করে দিয়ে সরকার দলীয় নেতা-কর্মীরা ইচ্ছেমত ব্যালটে সিল মেরে বাক্স ভর্তি করছে। এটা কোনো নির্বাচন নয়। তাই এই নির্বাচন বর্জন করছি।

সন্দ্বীপ : ভোটকেন্দ্র দখলের অভিযোগে সন্দ্বীপ পৌরসভায় বিএনপি সমর্থিত প্রার্থী আজমত উল্লাহ ভোট বর্জন করেছেন।

আজমত উল্লাহর অভিযোগ করেছেন, ‘সন্দ্বীপে সব ভোটকেন্দ্র সরকাদলীয় এবং বহিরাগত সন্ত্রাসীরা দখল করে নিয়েছে। আমার এজেন্টদের বের করে দিয়েছে। এই প্রহসনের নির্বাচনে থাকার কোন যৌক্তিকতা নেই। এখানে সাধারণ ভোটাররা কোন ভোটাধিকার প্রয়োগ করতে পারছে না। তাই আমি এই নির্বাচন বর্জনের ঘোষনা দিচ্ছি।’

লক্ষ্মীপুর : লক্ষ্মীপুরের রায়পুর পৌরসভায় বিএনপির মেয়র প্রার্থী এবিএম জিলানী ভোট বর্জন করেছেন।

সকাল সাড়ে ১০টায় সংবাদ সম্মেলন করে নির্বাচন থেকে সড়ে দাঁড়ান বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী এবিএম জিলানী। সমর্থকদের ভোটকেন্দ্রে প্রবেশে বাধা প্রদান এবং এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়ার অভিযোগে তিনি ভোট বর্জন করেন।

নড়াইল : ভোট কারচুপি ও অনিয়মের অভিযোগে নড়াইলের কালিয়া পৌরসভায় ভোট বর্জন করেছেন বিএনপির মেয়র প্রার্থী এসএম ওয়াহিদুজ্জামান।

বুধবার সকাল ৯টা ২০ মিনিটের দিকে তিনি কালিয়া পৌরসভার পূর্ব কালিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র যান। এ সময় ভোট কারচুপির অভিযোগে তিনি নির্বাচন বর্জনের ঘোষণা দেন।

 রাজবাড়ী : দলীয় সমর্থকদের মারধর, কেন্দ্র থেকে এজেন্টদের বের করে দেওয়া ও জাল ভোটের অভিযোগ এনে রাজবাড়ীর পাংশা পৌরসভার বিএনপির সমর্থিত মেয়র প্রার্থী মো. চাঁদ আলী খান নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন। বুধবার সকাল সাড়ে ১০টায় বিএনপির কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি এ ঘোষণা দেন। সম্মেলনে চাঁদ আলী খান অভিযোগ করেন, আওয়ামী লীগের প্রার্থী মাসুদ বিশ্বাসের লোকজন দলীয় ক্যাডারদের সহায়তায় সবগুলো ভোটকেন্দ্র দখল করে রেখেছে ফলে সাধারণ ভোটাররা সেখানে ভোট দিতে পারছে না।

সিরাজগঞ্জ : শাহজাদপুর পৌরসভার স্বতন্ত্র মেয়র প্রার্থী ভিপি আব্দুর রহিম নির্বাচন বর্জন করেছেন। বুধবার সকাল সাড়ে ১০টা দিকে তিনি এ ঘোষণা দেন।

বরগুনা : প্রশাসনের বিরুপ আচরণের অভিযোগ এনে ভোট বর্জন করেছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী কামরুল আহসান মহারাজ।

ব্রাহ্মণবাড়িয়া: জেলার আখাউড়ায় পৌর নির্বাচনে দুই মেয়র প্রার্থীর নির্বাচন বর্জন করেছেন। তারা হলেন- বিএনপি মনোনীত মেয়র প্রার্থী হাজী মো. মন্তাজ মিয়া ও স্বতন্ত্র প্রার্থী মশিউর রহমান বাবুল।