মধ্যরাত থেকে বাড়বে শীত ও কুয়াশা
সান বিডি ডেস্ক || প্রকাশ: ২০২১-০১-১২ ১৬:৪৬:৩৪ || আপডেট: ২০২১-০১-১২ ১৬:৪৬:৩৪

মধ্যরাত সকাল পর্যন্ত থেকে দেশের সব অঞ্চলে শীত ও কুয়াশা বাড়বে বলে পূর্বাভাস জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়া অস্থায়ীভাবে অংশকি মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
দেশের উত্তরপঞ্চিমাঞ্চলে রাতের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। সোমবার সকাল ৯ টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রাতের তাপমাত্রা আরো কমতে পারে।
আবহাওয়া অফিস জানায়, উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।
মধ্যরাত থেকে সকাল পর্যন্ত কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। উত্তরপঞ্চিমাঞ্চলে কুয়াশা দুপুর পর্যন্ত থাকতে পারে।
এদিকে আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য কোনো সতর্কবার্তা নেই। আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায়; ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া সর্বোচ্চ তাপমাত্রা পটুয়াখালীর খেপুপাড়ায়; ৩০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বাড়তি অংশ বিহার ও এর কাছাকাছি এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ৩১ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৬টা ৪৪ মিনিটে।
এ বিভাগের অন্যান্য সংবাদ
-
কুড়িগ্রামে কারাবন্দিদের জীবন মান উন্নয়নে জেলা প্রশাসনের উদ্যোগ
-
আরডিজেএ-এর সঙ্গে সানলাইফের গ্রুপ বীমা চুক্তি
-
খুবিতে আমরণ অনশনের দ্বিতীয় দিনে গুরুতর অসুস্থ নোমান
-
প্রধানমন্ত্রীর কাছে স্বামী হত্যার বিচারের দাবিতে সংবাদ সম্মেলন
-
ফরিদগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
-
কুয়াশায় বঙ্গবন্ধু সেতুর টোলপ্লাজা বন্ধ, ভোগান্তিতে দূরপাল্লার যাত্রীরা