চট্টগ্রামে ৫ মণ জাটকা জব্দ, এতিমখানায় বিতরণ
সান বিডি ডেস্ক || প্রকাশ: ২০২১-০১-১২ ১৭:০৮:৫৭ || আপডেট: ২০২১-০১-১২ ১৭:০৮:৫৭

চট্টগ্রামের আনোয়ারা উপকূলে দু’টি মাছ ধরার ট্রলারে অভিযান চালিয়ে ৫ মণ জাটকা ইলিশ জব্দ করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (১২ জানুয়ারি) সকালে এ অভিযানে নেতৃত্ব দেন উপজেলার সহকারী (ভূমি) কমিশনার তানভীর হাসান চৌধুরী।
তিনি জানান, মা ইলিশ সংরক্ষণের জন্য উপজেলায় বিশেষ কম্বিং অপারেশন হাতে নেয়া হয়েছে। অপারেশনের অংশ হিসেবে আজ আনোয়ারা উপকূলে দু’টি মাছ ধরার ট্রলারে অভিযান চালানো হয়।
ট্রলার দু’টি থেকে পাঁচ মণ জাটকা ইলিশ জব্দ করা হয়েছে। পরে জব্দ করা এসব জাটকা স্থানীয় পাঁচটি এতিমখানায় বিতরণ করা হয়।
পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
অভিযানে উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. রাশিদুল হক ও কোস্ট গার্ড গহিরা স্টেশনের কর্মকর্তা এম শফিকুল ইসলাম এবং নৌ পুলিশের এসপি মোমিনুল ইসলাম ভূঁইয়া উপস্থিত ছিলেন।
এ বিভাগের অন্যান্য সংবাদ
-
কুড়িগ্রামে কারাবন্দিদের জীবন মান উন্নয়নে জেলা প্রশাসনের উদ্যোগ
-
আরডিজেএ-এর সঙ্গে সানলাইফের গ্রুপ বীমা চুক্তি
-
খুবিতে আমরণ অনশনের দ্বিতীয় দিনে গুরুতর অসুস্থ নোমান
-
প্রধানমন্ত্রীর কাছে স্বামী হত্যার বিচারের দাবিতে সংবাদ সম্মেলন
-
ফরিদগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
-
কুয়াশায় বঙ্গবন্ধু সেতুর টোলপ্লাজা বন্ধ, ভোগান্তিতে দূরপাল্লার যাত্রীরা