বেসরকারিভাবেও ৩০ লাখ ডোজ বিক্রি করবে বেক্সিমকো
সান বিডি ডেস্ক || প্রকাশ: ২০২১-০১-১৩ ১৪:৫৬:২৭ || আপডেট: ২০২১-০১-১৩ ১৪:৫৬:২৭

সরকারি প্রক্রিয়ার বাইরে বেসরকারিভাবে বাংলাদেশের বাজারে বিক্রির জন্য ভারতের সিরাম ইনস্টিটিউট থেকে প্রায় ৩০ লাখ ডোজ করোনা ভ্যাকসিন কিনছে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস। প্রতি ডোজের জন্য সিরাম ইনস্টিটিউটকে আট ডলার করে পরিশোধ করবে তারা।
মঙ্গলবার যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্সকে মোবাইল ফোনে দেয়া এক সাক্ষাৎকারে এসব তথ্য জানান বেক্সিমকোর চিফ অপারেটিং অফিসার (সিওও) রাব্বুর রেজার।
এ ব্যাপারে তিনি বলেন, আগামী মাসেই এ কার্যক্রম শুরু হতে পারে। এতে প্রতি ডোজের দাম পড়বে এক হাজার ১২৫ টাকার (১৩.২৭ ডলার) মতো। ৩০ লাখের মধ্যে এরইমধ্যে ১০ লাখ ডোজের জন্য চুক্তি সম্পন্ন হয়েছে। এখন আরও ২০ লাখ ডোজ সংগ্রহের পরিকল্পনা করছি।
বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের সিওও আরও বলেন, সরকারি টিকাদান কর্মসূচির জন্য বেক্সিমকো বছরের প্রথমার্ধে প্রতি মাসে ৫০ লাখ ডোজ টিকা সরবরাহ করবে। সরকারের কাছে ও বাজারে বিক্রির জন্য সিরাম ইনস্টিটিউট এ মাসের শেষ দিকেই টিকা সরবরাহ শুরু করবে। টিকা গ্রহণে ইচ্ছুক ব্যক্তিদের মাঝে বিরতি দিয়ে ভ্যাকসিনটির দুটি ডোজ নিতে হবে।
সানবিডি/এনজে
এ বিভাগের অন্যান্য সংবাদ
-
তিন কোটি ডোজ কিনতে ১২৭১ কোটি টাকার চূড়ান্ত অনুমোদন
-
এডিস মশার মত কিউলেক্সসহ অন্যান্য মশা নিধনের নির্দেশ এলজিআরডি মন্ত্রীর
-
পদ্মা সেতুর নাম ‘শেখ হাসিনা সেতু’ করার প্রস্তাব, রাজি নন প্রধানমন্ত্রী
-
পিকে হালদারের দুই সহযোগী আটক
-
উপহারের টিকা হস্তান্তর করলো ভারত
-
মিরপুরে ডিএনসিসির উচ্ছেদে ধাওয়া-পাল্টা ধাওয়া