সিরাজগঞ্জে ধানের চারা রোপনের ব্যস্ত সময় পার করছে কৃষক
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২১-০১-১৮ ১৭:২৬:৩৮
সিরাজগঞ্জের কামারখন্দে রোপা আমন মৌসুমে ধানের ফলন ও দাম ভাল পেয়ে বোরো আবাদে ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সুত্রে জানা যায়, গত রোপা আমন মৌসুমে উপজেলার ৫হাজার ২৮০হেক্টর জমিতে রোপা আমনের আবাদ হয়েছে। উৎপাদন হয়েছে বিভিন্ন প্রজাতির ২২হাজার ৭৯৩ মেট্রিক টন ধান।
খোলা বাজারে ১ হাজার ১৫০ থেকে ১ হাজার ২০০টাকা প্রতি মণ ধান বিক্রি করছে কৃষক। ভাল ফলন দাম পেয়ে খুশি এই এলাকার কৃষক। এদিকে এবছর বোরো মৌসুমে ৬হাজার ৭৭০ হেক্টর জমিতে ধান আবাদের লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে।
উপজেলার কামারখন্দ গ্রামের কৃষক জালাল উদ্দিন জানান, আমন মৌসুমে ধানের ফলন ও ভাল দাম পেয়ে আমরা সাধারণ কৃষকেরা খুব খুশি। এখন আমরা বোরো ধান রোপন করছি।
উপজেলা কৃষি কর্মকর্তা আনোয়ার সাদাত জানান, আধুনিক কৃষি পদ্ধতিতে ধান আবাদের জন্য কৃষকদের পরামর্শ প্রদান করা হচ্ছে। ইতিমধ্যে ৩০০ হেক্টর জমিতে বোরো ধান রোপন করা হয়েছে। লক্ষমাত্রা পূরণ হলে উপজেলায় বোরো মৌসুমে ৪৫ হাজার মেট্রিক টন ধান উৎপাদন হবে বলে আমরা আশাবাদী।