১০ হাজার শ্রমিক নেবে সিঙ্গাপুর , রোমানিয়া ২ হাজার
সান বিডি ডেস্ক || প্রকাশ: ২০২১-০২-২২ ১৮:৪৪:৫৮ || আপডেট: ২০২১-০২-২২ ১৯:২৫:৩৬

বাংলাদেশ থেকে সিঙ্গাপুর ১০ হাজার এবং রোমানিয়া ২ হাজার শ্রমিক নেবে।
আজ সোমবার (২২ ফেব্রুয়ারি) পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন গণমাধ্যমকর্মীদের এই তথ্য জানান।
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন সোমবার রাতে দ্বিপাক্ষিক সফরে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন । সেখানে আগামী ২৪ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক শেষে আগামী ২৬ অথবা ২৭ ফেব্রুয়ারি ঢাকায় ফেরার কথা রয়েছে তার।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, করোনার সময় মধ্যপ্রাচ্যে অনেকে চাকরি হারিয়েছে। তবে নতুন নতুন চাকরির বাজার তৈরি হচ্ছে। সুখবর হচ্ছে, সিংগাপুর ১০ হাজার নতুন বাংলাদেশি শ্রমিক নেবে। রুমানিয়া নেবে ২ হাজার বাংলাদেশী শ্রমিক।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেন, আসন্ন বৈঠকে সম্পর্কের সকল বিষয়েই আলোচনা করা হবে। আমরা যুক্তরাষ্ট্রের আরও বিনিয়োগ চাই।
সানবিডি/এনজে
এ বিভাগের অন্যান্য সংবাদ
-
সন্ধ্যায় শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে ৬ মন্ত্রণালয়ের বৈঠক
-
হাইটেক পার্কে যুক্তরাষ্ট্রের প্রতি বিনিয়োগের আহবান
-
যুক্তরাজ্যে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি দম্পতির করুণ মৃত্যু
-
যুক্তরাজ্যে সড়ক দুর্ঘটনায় নিহত বাংলাদেশি দম্পতি
-
রংপুর অঞ্চল মেরিন সেক্টরে যুক্ত হচ্ছে: নৌপ্রতিমন্ত্রী
-
মালয়েশিয়ায় পাসপোর্ট নবায়নে নতুন পদ্ধতি চালু, খুশি প্রবাসীরা