গোবিন্দগঞ্জে জাতীয় বীমা দিবস পালিত

জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২১-০৩-০১ ১৬:৩২:০৭


মুজিব বর্ষের অঙ্গীকার বীমা হোক সবার এই প্রতিপাদ্যে সোমবার (১ মার্চ) গাইবান্ধার গোবিন্দগঞ্জে জাতীয় বীমা দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষে উপজেলা ডেল্টা লাইফ ইনসিওরেন্স কোম্পনী লিমিটেড এর গোবিন্দগঞ্জ ইউনিটের উদ্যোগে পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।

এতে উপজেলা নির্বাহী অফিসার রামকৃষ্ণ বর্মন, ডেল্টা লাইফ ইনসিওরেন্স কোম্পনী লিমিটেডের ইউনিট অফিসার আব্দুল হান্নান মোল্লা, বিভিন্ন পর্যায়ের বীমাসহ অন্যান্যরা উপস্থিত অংশ নেয়।