ক্যালিফোর্নিয়ায় গাড়ি-ট্রাকের সংঘর্ষে নিহত ১৩
আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২১-০৩-০৩ ১৩:২২:০১
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের দক্ষিণাঞ্চলে একটি প্রাইভেট গাড়ি এবং ট্রাকের মধ্যে সংঘর্ষের ঘটনায় কমপক্ষে ১৩ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার ওই দুর্ঘটনা ঘটেছে।
স্থানীয় কর্মীরা জানিয়েছেন, মেক্সিকো সীমান্তের কাছে একটি বড় ট্রাকের সঙ্গে একটি গাড়ির সংঘর্ষের ঘটনা ঘটেছে। দুর্ঘটনার সময় ওই গাড়িতে বেশ কয়েকজন শিশুও ছিল।
এল সেন্ট্রো রিজিওনাল মেডিক্যাল সেন্টারের কর্মকর্তা জুডি ক্রুজ জানিয়েছেন, ক্যালিফোর্নিয়ার এল সেন্ট্রোর কাছে ওই দুর্ঘটনা ঘটেছে। দুই ডজনের বেশি আরোহী নিয়ে একটি গাড়ি যাচ্ছিল। সে সময় পাথর বোঝাই একটি সেমি ট্রাকের সঙ্গে ওই গাড়িটির সংঘর্ষ ঘটে।
ক্যালিফোর্নিয়া হাইওয়ে প্যাট্রোলের ওমর ওয়াটসন বলেন, দুর্ঘটনার সময় ওই গাড়িতে প্রায় ২৫ জন ছিলেন। এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, দুর্ঘটনার পর ঘটনাস্থলেই ১২ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আরও একজনকে আহত অবস্থায় হাসপাতালে নেয়ার পর তার মৃত্যু হয়। দুর্ঘটনায় মোট ১৩ জন প্রাণ হারিয়েছে।
তবে এল সেন্ট্রো রিজিওনাল মেডিক্যাল সেন্টার বলছে, দুর্ঘটনায় ১৫ জনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনাকবলিত গাড়িতে ২৮ যাত্রী ছিল বলেও জানানো হয়েছে।