রুপার উত্তোলন ৮.১ শতাংশ বৃদ্ধি পেতে পারে
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০৩-০৪ ১৪:১৪:৫৪
চলতি ২০২১ বছরে বিশ্বব্যাপী রুপার উত্তোলন বাড়তে পারে। ধারণা অনুযায়ী, এ বছর ধাতুটির মোট উত্তোলন ৮.১ শতাংশ বৃদ্ধি পেয়ে ৯১৮.৩ মিলিয়ন আউন্স স্পর্শ করবে। ২০২৪ সাল নাগাদ তা ১ বিলিয়ন আউন্সে পৌঁছবে। খবর মাইনিং ডট কম।
এ বছরে রুপার মোট উত্তোলনের অধিকাংশই হবে মেক্সিকো, পেরু ও চীনের খনিগুলোতে। পূর্বাভাস অনুযায়ী চলতি বছরে দেশ তিনটির মোট উত্তোলন বেড়ে দাঁড়াবে ৩৯৩.৯ মিলিয়ন আউন্সে। যা ২০২৪ সাল নাগাদ ৪৪৩ মিলিয়ন আউন্সে পৌঁছবে।
সানবিডি/এনজে