মোট রফতানি আয় কমেছে ১.৪৫ শতাংশ

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০৩-০৪ ১৪:২১:০৬


চলতি অর্থবছরের শুরু থেকে মহামারি করোনার ক্ষতি কাটিয়ে ওঠার লড়াই শুরু করে দেশের রফতানি খাত,যা এখনো অব্যাহত রয়েছে। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) থেকে সংগৃহীত তথ্যের ভিত্তিতে রপ্তানী উন্নয়ন ব্যুরোর (ইপিবি) প্রভিশনাল বা সাময়িক প্রতিবেদনেও এ তথ্য উঠে এসেছে। ইপিবির তথ্য বলছে, অর্থবছরের প্রথম আট মাসে (জুলাই-ফেব্রুয়ারি) মোট রফতানি কমেছে ১ দশমিক ৪৫ শতাংশ। এর মধ্যে নিট পণ্যের রফতানি ৪ শতাংশ বাড়লেও ওভেন পণ্যের রফতানি কমেছে ১১ শতাংশ। নিট ও ওভেন মিলে মোট পোশাক রফতানি কমেছে ৩ দশমিক ৭৩ শতাংশ।

এ বিষয়ে ইপিবির প্রতিবেদন মতে, ২০২০-২১ অর্থবছরের আট মাসে ২ হাজার ৬৮৩ কোটি ডলার রফতানির লক্ষ্য নির্ধারণ করা হয়। এর বিপরীতে রফতানি হয়েছে ২ হাজার ৫৮৬ কোটি ডলারের পণ্য। সেই হিসাবে লক্ষ্যের চেয়ে রফতানি কমেছে ৩ দশমিক ৬১ শতাংশ। অন্যদিকে ২০১৯-২০ অর্থবছরে একই সময়ে রফতানির পরিমাণ ছিল ২ হাজার ৬২৪ কোটি ডলার। ফলে গত অর্থবছরের চেয়ে এ সময়ে রফতানি কমেছে ১ দশমিক ৪৫ শতাংশ।

সানবিডি/এনজে