কুমিল্লা ইপিজেডে ৩৫ হাজার শ্রমিকের কর্মসংস্থান

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০৩-০৫ ১৪:১৫:৩১


বর্তমানে দেশের রফতানি প্রক্রিয়াকরণ এলাকাগুলোর (ইপিজেড) মধ্যে কুমিল্লা ইপিজেড চতুর্থ বৃহত্তম। এ পর্যন্ত এখানে মোট বিনিয়োগ এসেছে ৪৩৭ মিলিয়ন ডলার। রফতানি হয়েছে ৩ হাজার ৬৯৯ মিলিয়ন ডলার সমমূল্যের পণ্যসামগ্রী। বর্তমানে এ ইপিজেডে দেশী-বিদেশী ও যৌথ মালিকানার ৪৭টি প্রতিষ্ঠান চালু আছে। এসব প্রতিষ্ঠানে কর্মসংস্থান হয়েছে প্রায় ৩৫ হাজার শ্রমিক-কর্মচারীর।

বৃহস্পতিবার দুপুরে  কুমিল্লা ইপিজেডের হলরুমে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন বাংলাদেশ এক্সপোর্ট প্রসেসিং জোনস অথরিটি (বেপজা) প্রধান কার্যালয়ের মহাব্যবস্থাপক (জনসংযোগ) নাজমা বিনতে আলমগীর।

এ ব্যাপারে তিনি বলেন, কুমিল্লা ইপিজেডে দেশী বিনিয়োগকারী ছাড়াও চীন, জাপান, তাইওয়ান, হংকং, সিঙ্গাপুর, কানাডা, নেদারল্যান্ডস, আয়ারল্যান্ড, যুক্তরাজ্য, তুরস্ক, শ্রীলংকা, পাকিস্তান, দক্ষিণ কোরিয়া ও ইন্দোনেশিয়া বিনিয়োগ করেছে। এখানে গার্মেন্টস অ্যাকসেসরিজ, সোয়েটার, ফ্যাব্রিকস, টেক্সটাইল ডাইজ অ্যান্ড অক্সিলিয়ারিজ, ইলেকট্রনিকস পার্টস, এলিমেনেটিং ব্রাশ, ফুটওয়্যার ও ফুটওয়্যার আপারসের মতো পণ্যসামগ্রী উৎপাদিত হচ্ছে।

সানবিডি/এনজে