সাপ্তাহিক দর পতনের শীর্ষে বৃটিশ আমেরিকান ট্যোবাকো

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২১-০৩-০৬ ১১:০৪:৪৫


ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে  বৃটিশ আমেরিকান ট্যোবাকো বাংলাদেশ কোম্পানি লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, সপ্তাহজুড়ে কোম্পানির দর কমেছে ৬৩ দশমিক ৫৪ শতাংশ। কোম্পানিটি সর্বমোট ২৪১ কোটি ৬৪ লাখ ৪১ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৪৮ কোটি ৩২ লাখ ৮৮ হাজার ২০০ টাকা।

তালিকায় দ্বিতীয় স্থানে থাকা  ইউনিলিভারের দর কমেছে ১২ দশমিক ৪২ শতাংশ। সপ্তাহজুড়ে কোম্পানিটি সর্বমোট ৮ কোটি ৯৬ লাখ ৪৭ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ১ কোটি ৭৯ লাখ ২৯ হাজার ৪০০ টাকা।

তালিকায় তৃতীয় স্থানে থাকা ওয়ালটনের দর কমেছে ৫ দশমিক ৫৯ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ৫১ কোটি ৯৪ লাখ ৯৮ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ১০ কোটি ৩৮ লাখ ৯৯ হাজার ৬০০ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- রূপালী ব্যাংকের ৫ দশমিক ২৪ শতাংশ, প্রাইম ফাইন্যান্সের ৫ দশমিক ২২ শতাংশ, গোল্ডেন সনের ৪ দশমিক ০৮ শতাংশ, বেক্সিমকোর ৩ দশমিক ৯৮ শতাংশ, ইউনাইটেড ইন্স্যুরেন্সের ৩ দশমিক ৯১ শতাংশ, পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ৩ দশমিক ৭৮ শতাংশ ও পাইওনিয়ার ইন্স্যুরেন্সের শেয়ার দর ৩ দশমিক ৪৮ শতাংশ কমেছে।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd News–ক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজ

সানবিডি/এসকেএস/১১:০৪/৬/৩/২০২১