ফেনীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ: মা-মেয়েসহ দগ্ধ ৩
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২১-০৩-০৬ ১২:১৯:২৪
ফেনী শহরে একটি আবাসিক ভবনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মা-মেয়েসহ তিনজন দগ্ধ হয়েছে। শুক্রবার রাতে শহীদ শহিদুল্লা কায়সার সড়কের হলি ক্রিসেন্ট স্কুলের পেছনে শফি ম্যানসন নামের ছয়তলা ভবনের পঞ্চম তলায় এ ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন-সৌদি প্রবাসী মাহবুব ইসলামের স্ত্রী মেহেরুন নেছা লিপি এবং তার দুই মেয়ে মরিয়ম ইসলাম ও হাফসা ইসলাম। মরিয়ম সরকারি জিয়া মহিলা কলেজের একাদশ শ্রেণির এবং হাফসা স্থানীয় হলি ক্রিসেন্ট স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির ছাত্রী।
তিনজনের মধ্যে দুজনের শরীরের ৬০ ভাগ পুড়ে গেছে। তাদের শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে।
মেহেরুন নেছা রাতে হাসপাতালে সাংবাদিকদের বলেন, ‘নিজের ঘরে বসে ছিলাম। হঠাৎ পাশের রুমে বিস্ফোররেণর শব্দ পাই। এরপর আর কিছুই জানি না কী হয়েছে।’
ওই ফ্লাটের প্রতিবেশী এক ভাড়াটিয়া নারী নার্গিস বলেন, ‘রাতের খাবার খাওয়ার সময় হঠাৎ বিকট শব্দে চারদিক কেঁপে ওঠে। বিস্ফোরণের শব্দ শুনতে পেয়ে দরজা খুলে দেখি পাশের ফ্ল্যাটে বিস্ফোরণ ঘটেছে, আগুন জ্বলছে। ওই ফ্ল্যাটের প্রতিটি রুমের দরজা, বারান্দার গ্রিল ও দেয়াল ভেঙে গেছে। আমাদের ফ্ল্যাটেরও কয়েকটি দরজা ও জানালার কাঁচ ভেঙে গেছে।’
ফেনীর পুলিশ সুপার খোন্দকার নুরুন্নবী বিষয়টি নিশ্চিত করে জনান, তারা রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঢাকা ও কুমিল্লা থেকে পুলিশের এক্সপার্ট টিম সিআইডি ও পিবিআইকে খবর দেওয়া হয়েছে। তারা এসে পুরো ঘটনাটি তদন্ত করলে বিস্ফোরণের বিষয়টি ‘ক্লিয়ার’ করে বলা যাবে।