নোবিপ্রবিতে ৭ই মার্চে মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান করা হবে
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০৩-০৬ ১৯:৩৯:৫৭
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) দিনব্যাপী নানা আয়োজনের মাধ্যমে পালন করতে যাচ্ছে ঐইতিহাসিক ৭ই মার্চের জাতীয় দিবস। এ উপলক্ষে আমন্ত্রিত মুক্তিযোদ্ধাদের সম্মানে গার্ড অব অনার প্রদান করা হবে।
নোবিপ্রবিতে প্রথম বারের মতো উক্ত অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বীরশ্রেষ্ঠ শহীদ রুহুল আমিন ও সার্জেন্ট জহুরুল হকের পরিবারের সদস্যবৃন্দ, বীর বিক্রম ক্যাপ্টেন (অবঃ) আবুল হাশেম এবং স্থানীয় মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের নেতৃবৃন্দ। উপস্থিত মুক্তিযোদ্ধারা বর্ণনা করবেন মুক্তিযুদ্ধের ইতিহাস এবং তাদের মধ্যে যারা ১৯৭১ সালের ৭ই মার্চ রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ নিজ কানে শুনেছিলেন তারা সেই ঐতিহাসিক ভাষণের স্মৃতিচারণ করবেন।
উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ফারুক উদ্দিন এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উপাচার্য অধ্যাপক ড. মো. দিদার-উল-আলম।
গৃহীত অন্যন্য কর্মসূচির মধ্যে রয়েছে শোভাযাত্রা, বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ, আলোকচিত্র প্রদর্শনী, ছোটদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, প্রামাণ্যচিত্র প্রদর্শনী, জাতীয় সংগীত পরিবেশন, স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন ও বিতরণ, বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজন।
সম্পূর্ণ স্বাস্থবিধি মেনে এবং সরকারি নির্দেশনা অনুসরণ করেই উপরোক্ত কর্মসূচীর আয়োজন করতে যাচ্ছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পরিবার।
সানবিডি/এনজে