বিকাশে টাকা পাবে ২০ লাখ মানুষ

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২১-০৩-০৭ ১৪:০৬:২৯


বিকাশের মাধ্যমে কোন ধরনের বাড়তি খরচ ছাড়াই ভাতা পাবে ২৪টি জেলার প্রায় ২০ লাখ মানুষ।

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধিনে সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় ২০ লাখ মানুষকে এই সেবা দেবে বিকাশ। এ কর্মসূচির আওতায় ভাতা পাবেন বয়স্ক, বিধবা ও স্বামী পরিত্যক্ত, অসচ্ছল প্রতিবন্ধী এবং প্রতিবন্ধী শিক্ষার্থীরা।

সম্প্রতি সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সঙ্গে এ বিষয়ে চুক্তিবদ্ধ হয়েছে বিকাশ। সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়। চুক্তি অনুযায়ী, কোন ধরনের বাড়তি খরচ ছাড়াই উপকারভোগীরা তাদের ভাতার টাকা উঠাতে পারবেন বিকাশ একাউন্ট ব্যবহার করে।

চুক্তি সাক্ষর অনুষ্ঠানে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী নুরুজ্জামান আহমেদ, সচিব মোহাম্মদ জয়নুল বারী, বিকাশের প্রধান নির্বাহী কর্মকর্তা কামাল কাদীর, চিফ এপটার্নাল অ্যান্ড করপোরেট অ্যাফেয়ার্স অফিসার মেজর জেনারেল (অব.) শেখ মো. মনিরুল ইসলামসহ অনেকেই উপস্থিত ছিলেন।