হিলিতে ৯০ টন তেঁতুলের বিচি আমদানি
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০৩-০৮ ১৪:২৫:০২
দেশের বাজারে হঠাৎ করে তেঁতুলের বিচির চাহিদা বেড়ে যাওয়ায় প্রথমবারের মত দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে আমদানি করা হচ্ছে। শনিবার বিকেলে এক চালানে ভারত থেকে ৯০ টন তেঁতুলের বিচিবাহী ৩টি ট্রাক হিলি স্থলবন্দরে প্রবেশ করে। কয়েকদিন আগেও তেঁতুলের বিচির আরো দুটি চালান দেশে ঢুকেছে।
তৃতীয় চালানের এই বিচিগুলো চট্টগ্রামের উজ্জ্বল শাহ নামের একটি আমদানিকারক প্রতিষ্ঠান তেঁতুলের বিচি আমদানি করেছে। হিলি স্থলবন্দর থেকে এর খালাস কার্যক্রম সম্পন্ন করতে আমদানিকারকের পক্ষে নিয়োজিত রয়েছেন হিলি স্থলবন্দরের যমুনা ট্রেডিং কর্পোরেশন নামের সিআ্যন্ডএফ এজেন্ট।
এ ব্যাপারে জানা গেছে, প্রতিটন তেঁতুলের বিচি ২শ মার্কিন ডলার মূল্যে আমদানি করা হচ্ছে, সেই মূল্যেই কাস্টমস কর্তৃপক্ষ শুল্কায়ন করছে, এতে করে টনপ্রতি ১ হাজার ৬শ টাকা হারে শুল্ক প্রদান করতে হচ্ছে।
সানবিডি/এনজে