চট্টগ্রাম-সিলেট রুটে ফ্লাইট চালু করছে বিমান

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০৩-০৮ ১৪:৪০:৫৩


চট্টগ্রাম-সিলেট-চট্টগ্রাম রুটে প্রথমবারের মত ফ্লাইট চালু করতে যাচ্ছে পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।আগামী ১৭ মার্চ থেকে সপ্তাহে দুদিন এই রুটে ফ্লাইট চলবে।

আজ সোমবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, যাত্রীদের চাহিদা ও অভ্যন্তরীণ পর্যটন ও বাণিজ্যিক বিষয়াদির কথা বিবেচনায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স চট্টগ্রাম-সিলেট-চট্টগ্রাম রুটে বিমানের ফ্লাইট চালুর উদ্যোগ গ্রহণ করা হয়েছে। যা বাংলাদেশের অভ্যন্তরীণ  ফ্লাইট পরিচালনার ইতিহাসে এই প্রথম।

এই বিজ্ঞপ্তিতে আরও ‍বলা হয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স যাত্রী সাধারণের উন্নত সেবা দিতে বদ্ধ পরিকর, আশা করা যাচ্ছে এর ফলে দুটি পাতা একটি কুড়ির দেশ সিলেট ও বন্দর নগরী চট্টগ্রাম এর মধ্যে পর্যটনের দ্রুত বিকাশ ও বাণিজ্যিক উন্নয়নের সেতুবন্ধন তৈরি হবে।

সানবিডি/এনজে