মানি লন্ডারিং প্রতিরোধ গাইডলাইন বাস্তবায়নের সময় বাড়াল বিএফআইইউ
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০৩-০৯ ১৪:৪৩:৩৩
কোভিড-১৯ মহামারি পরিস্থিতি বিবেচনায় আন্তর্জাতিক বাণিজ্যে মানি লন্ডারিং, সন্ত্রাসী কার্যক্রম ও ব্যাপক ধ্বংসাত্মক অস্ত্র বিস্তারে অর্থায়ন ঝুঁকি প্রতিরোধ গাইডলাইন বাস্তবায়নের সময় চলতি বছরের ৩০ জুন পর্যন্ত বাড়িয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট, বিএফআইইউ।
এক সার্কুলারের মাধ্যমে সংস্থাটি জানায়, বিএফআইইউয়ের প্রধান ও ব্যাংকগুলোর সংশ্লিষ্ট বিভাগের প্রধান কর্মকর্তাদের সঙ্গে সভার মাধ্যমে তাদের আবেদন ও সার্বিক পরিস্থিতি সাপেক্ষে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
আন্তর্জাতিক বাণিজ্যে মানি লন্ডারিং, সন্ত্রাসী কার্যক্রম ও ব্যাপক ধ্বংসাত্মক অস্ত্র বিস্তারে অর্থায়ন ঝুঁকি প্রতিরোধ ব্যবস্থার অংশ হিসেবে কার্যকরী ব্যবস্থা গ্রহণের জন্য তফসিলি ব্যাংকসমূহকে গত বছর নির্দেশনা দেয় বিএফআইইউ।
নিজ নিজ প্রতিষ্ঠানের আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্র, ব্যাপ্তি, গ্রাহক সংখ্যা, প্রকৃতি ইত্যাদি বিবেচনায় নিজস্ব গাইডলাইন বাস্তবায়নে ২০২০ সালের ১ জুনের মধ্যে এ নির্দেশনা বাস্তবায়নের কথা ছিল ব্যাংকগুলো। পরবর্তীতে কোভিডের কারণে বাস্তবায়নের মেয়াদ সর্বশেষ ১ নভেম্বর ২০২০ পর্যন্ত বাড়ানো হয়েছিল।