আমড়াখালী থেকে দশটি সোনার বার সহ পাচারকারী আটক
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২১-০৩-১০ ১২:৩৪:৪১
যশোরের বেনাপোলের আমড়াখালি চেকপোস্ট এলাকা থেকে দশটি সোনার বার সহ আব্দুল ওহাব (৪০) নামে এক স্বর্ণ পাচার কারীকে আটক করেছে বিজিবি।
মঙ্গলবার (৯ই মার্চ) সন্ধ্যায় বিজিবি সদস্যরা একটি যাত্রীবাহী ইজিবাইক তল্লাশীকালে আব্দুল ওহাবকে আটক করে। ভারতে পাচারের জন্য ১কেজি ১৬৬ গ্রাম ওজনের ওই দশটি সোনার বার নিয়ে যাওয়া হচ্ছিল। যার আনুমানিক বাজার মূল্য আশি লাখ টাকা। আটক আব্দুল ওহাব বেনাপোলের ছোট আঁচড়া গ্রামের আব্দুস সাত্তারের ছেলে।
যশোর ৪৯ বিজিবির অধিনায়ক লে.কর্নেল. সেলিম রেজা জানান তাদের কাছে গোপন খবর আসে যে সীমান্ত পথে একটি সোনার বড় চালান ভারতে পাচার হবে।
এরপর বিজিবি সীমান্তের বিভিন্ন এলাকায় নিরাপত্তা জোরদার করে। যশোর -বেনাপোল মহাসড়কের আমড়াখালী বিজিবি চেকপোস্টে যশোর থেকে বেনাপোলমুখী একটি যাত্রীবাহী ইজিবাইক থামিয়ে সন্ধেহভাজন যাত্রী ওহাবের শরীর তল্লাশী করা হয়।
এসময় তার প্যান্টের পকেট থেকে ১কেজি ১৬৬ গ্রাম ওজনের দশটি সোনার বার উদ্ধার করা হয়। যার বাজার মূল্য আনুমানিক আশি লাখ টাকা। স্বর্ণ পাচার কারী আব্দুল ওহাবের বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে বলেও জানান লে.কর্নেল সেলিম রেজা।