মহামারির পর বাড়ছে বৈদেশিক কর্মসংস্থান
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০৩-১০ ১৪:৩২:২৪
বিশ্বজুড়ে আঘাত হানা মহামারি করোনাভাইরাসের প্রভাবে কমতে থাকা বৈদেশিক কর্মসংস্থানের হার আবার ধীরে ধীরে বাড়ছে।গত মাসে ৪৯ হাজার ৫৫২ জনের বৈদেশিক কর্মসংস্থান হয়েছে। মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে এ তথ্য জানানো হয়।
এই বৈঠকে কমিটির সভাপতি আনিসুল ইসলাম মাহমুদের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদ, আলী আশরাফ, মোয়াজ্জেম হোসেন, আয়েশা ফেরদাউস, সাদেক খান এবং ইকবাল হোসেন অংশ নেন।
কর্মসংস্থান বাড়ার বিষয়ে বৈঠকে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় জানায়, গত বছরের জুলাইয়ে ১৬ জনের বিদেশে কর্মসংস্থান হয়েছিল। এর পর থেকে ক্রমে সেটি বাড়ছে। গত বছরের ডিসেম্বরে বিদেশে কর্মী পাঠানো হয়েছিল ২৮ হাজার ৩৯৮ জন। আর চলতি বছরের জানুয়ারিতে ৩৬ হাজার ৭৩২ জনের কর্মসংস্থান হয়।
সানবিডি/এনজে