ভোলায় অবৈধ ইলিশ শিকার, ১৩৭ জেলের জেল-জরিমানা

সান বিডি ডেস্ক আপডেট: ২০২১-০৩-১০ ১৬:৪২:৫৫


ভোলায় নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনা-তেঁতুরিয়া নদীর বিভিন্ন স্থানে ইলিশ শিকার করায় ১০ দিনে ১৩৭ জন জেলের কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে। এসময় জেলেদের কাছ থেকে এক হাজার ৯৫২ কেজি ইলিশ ও দুই লাখ ৮৩ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়।

আজ বুধবার (১০ মার্চ) দুপুর ১২টার দিকে জেলার মৎস্য কর্মকর্তা এসএম আজহারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

এই অভিযানের ব্যাপারে তিনি জানান, গত ১ মার্চ থেকে ১০ মার্চ দুপুর ১২টা পর্যন্ত মেঘনা-তেঁতুলিয়া নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার করায় ১৩৭ জেলেকে আটক করা হয়। এদের মধ্যে ৯৪ জন জেলেকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও ৪৩ জনের কাছ থেকে দুই লাখ ৪৬ হাজার টাকা জরিমানা আদায় করে ছেড়ে দেয়া হয়। জব্দকৃত জাল প্রশাসনের উপস্থিতিতে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয় এবং জব্দকৃত মাছ স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়। এছাড়া জব্দকৃত ট্রলার ও নৌকা এক লাখ ৩৬ হাজার টাকায় নিলামে বিক্রি করা হয়।

সানবিডি/এনজে