এশিয়ার শীর্ষ ধনী পানি ব্যবসায়ী জং শানশান
আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২১-০৩-১০ ১৬:২৮:১৩
নতুন শীর্ষ ধনী পেল এশিয়া। টিকা প্রস্তুতকারী ফার্ম ও বোতলজাত পানির ব্যবসা করে এখন এশিয়ার শীর্ষ ধনী ঝং শানশান। চীনা এ ধনকুবের কথা খুব কম লোকই শুনে থাকবেন। বদমেজাজি বলে তার একটা দুর্নাম আছে। মানুষের সঙ্গে মিশতে দেখা যায় না তাকে—গণমাধ্যমেরও খবর হন না। আবার তার কোম্পানির লাল-মুখের পানির বোতলের চাহিদাও আকাশচুম্বী।
কিন্তু এই নিঃসঙ্গ জংই এখন এশিয়ার সেরা ধনী। তার খনিজ পানির কোম্পানি নাংফু স্প্রিংয়ের শেয়ার দর বেড়ে যাওয়ার পর তিনি এই খেতাব অর্জন করেন। ওয়ানতাই বায়োলজিক্যাল ফার্মেসি নামের তার একটি ওষুধ কোম্পানিও আছে।
মহামারিতে তার এই কোম্পানির করোনাভাইরাস পরীক্ষার কিটের ব্যাপক চাহিদা দেখা গেছে। তার সম্পদের মোট মূল্য হবে সাড়ে আট হাজার কোটি ডলার। এই গ্রহের সপ্তম-শীর্ষ ধনী তিনি।
চীনাভিত্তিক ধনকুবের তালিকা তৈরিকারী হুরুন রিপোর্টের বরাতে বার্তা সংস্থা এএফপি এমন খবর দিয়েছে।
বিশ্বের দ্বিতীয় বৃহৎ অর্থনীতির দেশটির গণমাধ্যমে ‘নিঃসঙ্গ নেকড়ে’ বলে খ্যাত এই ধনকুবের। তাকে জনসমক্ষে যেমন দেখা যায় না, তেমনি গণমাধ্যমে সাক্ষাৎকার দেওয়ার ক্ষেত্রে তার প্রবল অনীহা।
ইতিহাসে দ্রুততম সময়ে সম্পদ সঞ্চয়ীদের মধ্যেও তিনি একজন। হুরুনের প্রতিবেদনে বিশ্বের শীর্ষ দশ ধনীর তালিকায় নাম লেখানো প্রথম কোনো চীনা নাগরিক তিনি।
ফেসবুকের মার্ক জুকারবার্গ ও আমেরিকান বিনিয়োগকারী ওয়ারেন বাফেটের পরেই এখন তার অবস্থান বলে ধরা হচ্ছে। ১৯৬৬ থেকে ৭৬ সাল পর্যন্ত চীনের সাংস্কৃতিক বিপ্লব চলার সময় তার বয়স ছিল ১২ বছর।
খুবই অল্পবয়সে শিক্ষাজীবন থেকে তাকে ছিটকে পড়তে হয়েছে তাকে। পরবর্তীতে তিনি রাজমিস্ত্রী, কাঠমিস্ত্রী ও সংবাদপ্রতিবেদকের চাকরি করেন।
এক বিরল সাক্ষাৎকারে চীনা গণমাধ্যমকে শানশান বলেন, নিজের ব্যক্তিত্ব নিয়ে তোষামোদের অভ্যাস আমার নেই। আমি মানুষের সাথে মিশতে অপছন্দ করি এবং ড্রিং করার অভ্যাসও নেই।