উৎপাদনমুখী খাতের ৫৮ শতাংশ শ্রমিকের আয় কমেছে
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০৩-১১ ১৪:২৩:২১
দেশে মহামারি করোনার প্রাদুর্ভাব শুরুর পর পুরো দেশ লকডাউনে পড়লে অর্থনীতির চাকা মন্থর হয়ে পড়ে। এ সময় ছোট-বড়, সরকারি-বেসরকারি সব খাতের মানুষের জীবন-জীবিকায় করোনার প্রভাব পড়তে শুরু করে। এ বিষয়ে পরিসংখ্যান বলছে, গেল বছরের মার্চ থেকে ডিসেম্বরের সময়টুকুতে কেবল উৎপাদনমুখী খাতে কর্মরত ৫৮ শতাংশ শ্রমিকের আয় কমেছে। বেসরকারি গবেষণা সংস্থা সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিংয়ের (সানেম) এক জরিপে এ তথ্য উঠে এসেছে।
বুধবার ‘কর্মসংস্থান ও অভিবাসনের ওপর মহামারীর প্রভাব: জরিপের ফলাফল’ শীর্ষক আয়োজিত এক ওয়েবিনারে জরিপের এ তথ্য তুলে ধরা হয়। দেশ ও দেশের বাইরের ৩ হাজার ৮৪৩ জন শ্রমিকের তথ্য-উপাত্ত সংগ্রহ করে ফোনকলের মাধ্যমে তাদের সঙ্গে কথা বলে জরিপটি পরিচালনা করা হয়। চলতি বছরের জানুয়ারি ও ফেব্রুয়ারিতে জরিপটি পরিচালনা করা হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক এবং সানেমের নির্বাহী পরিচালক ড. সেলিম রায়হানের পরিচালনায় ওয়েবিনারে যুক্ত ছিলেন আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) কান্ট্রি ডিরেক্টর টুমো পওতিয়ানেন, পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (পিআরআই) নির্বাহী পরিচালক ড. আহসান এইচ মনসুর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. তাসনিম সিদ্দিকী এবং সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) গবেষক ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম প্রমুখ।
সানবিডি/এনজে