ঢাবির ভর্তি আবেদন সাময়িক স্থগিত

সান বিডি ডেস্ক আপডেট: ২০২১-০৩-১১ ১৬:৩৬:০৮


প্রযুক্তিগত সমস্যার কারণে সাময়িক স্থগিত করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তির অনলাইন আবেদন প্রক্রিয়া।আগামী রবিবার রাত আটটা পর্যন্ত এ স্থগিতাদেশ দেয়া হয়েছে। বৃহস্পতিবার (১১ মার্চ) দুপুর থেকে বিশ্ববিদ্যালয়ের ভর্তির ওয়েবসাইটে (https://admission.eis.du.ac.bd) এসংক্রান্ত একটি বার্তা দেখানো হচ্ছে।

এর আগে, গত সোমবার বিকেল পাঁচটায় ভর্তির আবেদন প্রক্রিয়ার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। তবে শুরু থেকেই ওয়েবসাইট জটিলতায় ভোগান্তিতে পড়ছেন ভর্তীচ্ছু শিক্ষার্থীরা। দীর্ঘক্ষণ ওয়েবসাইটে প্রবেশের চেষ্টা করেও অনেকেই সফল হননি।

বিষয়টি নিয়ে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান জানান, প্রযুক্তিগত সমস্যার কারণে এটা হচ্ছে। সংশ্লিষ্টরা এটা নিয়ে কাজ শুরু করেছেন। শিগগিরই বিষয়টি সমাধান হবে।