শেয়ার দর পতনের শীর্ষে লুব-রেফ

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২১-০৩-১১ ১৭:১৫:৩৬


সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে লুব-রেফ (বাংলাদেশ) লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৯ দশমিক ৮৮ শতাংশ কমেছে। কোম্পানিটি ১৫ হাজার ৮৪৭ বারে ৩৪ লাখ ৮৫ হাজার ৫৪০ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১৯ কোটি ৬৯৯ লাখ টাকা।

তালিকায় দ্বিতীয় স্থানে থাকা বার্জার পেইন্টসের শেয়ার দর আগের দিনের চেয়ে ৬ দশমিক ২৪ শতাংশ কমেছে। কোম্পানিটি ১ হাজার ৮৪৮ বারে ৫৫ হাজার ৭৭১ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১০ কোটি ১৮ লাখ টাকা।

তালিকায় তৃতীয় স্থানে থাকা থাকা ইউনাইটেড ইন্স্যুরেন্সের শেয়ার দর আগের দিনের চেয়ে ৬ দশমিক ১৫ শতাংশ কমেছে। কোম্পানিটি ৩০৮ বারে ১ লাখ ৬২ হাজার ৬৯৪ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৬৯ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে- ভ্যানগার্ড এএমএল রূপালী ব্যাংক ব্যালেন্সড ফান্ডের ৫ দশমিক ১২ শতাংশ, ফার্স্ট ফাইন্যান্সের ৫ দশমিক ০৮ শতাংশ, জুট স্পিনার্সের ৪ দশমিক ৩২ শতাংশ, জনতা ইন্স্যুরেন্সের ৩ দশমিক ৮২ শতাংশ, রবি আজিয়াটার ৩ দশমিক ৭৬ শতাংশ, পাওয়ার গ্রীডের ৩ দশমিক ৪২ শতাংশ ও রিলায়েন্স ইন্স্যুরেন্সের শেয়ার দর ৩ দশমিক ৪১ শতাংশ কমেছে।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd News–ক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজ

সানবিডি/এসকেএস/১৭:১৫/১১/৩/২০২১