রাজবাড়ীর পাংশায় বসতবাড়িতে অগ্নিকান্ড

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০৩-১২ ১৮:৩৭:২৩


রাজবাড়ী পাংশার কসবামাজাইলের কেওয়া গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (১২ মার্চ) সকাল সাড়ে সাতটার দিকে পাংশার কসবামাজাইল ইউনিয়নের কেওয়া গ্রামের মধ্যপাড়ায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ৫টি পরিবারের বসতবাড়িতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার বিষয়টি নিশ্চিত করেছেন। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা গেলেও ক্ষতির পরিমাণ জানা যায়নি।

তিনি বলেন, প্রথমে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। পরে আগুন নিয়ন্ত্রণের কাজে আরও একটি ইউনিট আসে। দুইটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

এব্যাপারে পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আলী জানান, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে সরকারি সহায়তা দেওয়া হবে।