পাঁচবিবিতে ভুট্টা ক্ষেত থেকে যুবকের লাশ উদ্ধার
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২১-০৩-১৩ ১২:৪৭:১০
জয়পুরহাটের পাঁচবিবিতে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৩ মার্চ) সকালে জয়পুরহাট-হিলি সড়কের আটাপাড়া রেলগেট এলাকার একটি ভুট্টা ক্ষেত থেকে লাশটি উদ্ধার করা হয়।
সকালে কয়েকজন পথচারী লাশটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ লাশ উদ্ধার মর্গে পাঠায়।
বাগজানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল হক বলেন, লাশ উদ্ধারের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসি এবং পুলিশে খবর দেই। তবে লাশটির পরিচয় এখন পর্যন্ত কেউ নিশ্চিত বলতে পারছে না। কে বা কারা যুবকটিকে অন্যত্র মেরে লাশটি ভুট্টা ক্ষেতে ফেলে রেখেছে বলে ধারণা করা হচ্ছে।