সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতি নির্বাচন: সভাপতি আ.লীগের, সম্পাদক বিএনপির

নিজস্ব প্রতিবেদক আপডেট: ২০২১-০৩-১৩ ১৫:০৭:৪৩


দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ২০২১-২২ নির্বাচনে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত সাদা প্যানেল থেকে সাবেক আইনমন্ত্রী অ্যাডভোকেট আব্দুল মতিন খসরু এবং সাধারণ সম্পাদক পদে বিএনপি সমর্থিত নীল প্যানেল থেকে ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল নির্বাচিত হয়েছেন।

শুক্রবার রাতে ভোট গণনা শেষে প্রধান নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত বিচারপতি এ এফ এম আবদুর রহমান এই ফলাফল ঘোষণা করেন।

নির্বাচনে মোট ১৪ টি পদে মোট ৭ হাজার সাতশত ২২ জনের মধ্যে ৫ হাজার ৪৮৬ জন ভোটাধিকার প্রয়োগ করেন। আওয়ামী সমর্থিত সাদা প্যানেল থেকে সভাপতি, সহ-সভাপতি, ট্রেজারার, সহ-সম্পাদকসহ ৪ টি সদস্যপদে জয় লাভ করে। বিএনপপি সমর্থিত (নীল) প্যানেল থেকে সাধারণ সম্পাদক, সহ-সভাপতি, সহ-সম্পাদক, তিনজন সদস্যপদসহ ৬ টি পদে জয়লাভ করেন।

সভাপতি পদে সাবেক আইনমন্ত্রী আবদুল মতিন খসরু (সাদা) প্রাপ্ত ভোট ২৯৬৮, নিকটতম প্রতিদ্বন্দ্বী ফজলুর রহমান (নীল) প্রাপ্ত ভোট ২১৩২, সহ-সভাপতি পদে অ্যাডভোকেট সফিক উল্লাহ (সাদা) প্রাপ্ত ভোট ২৬১১, একই পদে মো. জালাল উদ্দিন (নীল) প্রাপ্ত ভোট ২৭৪৭,

সাধারণ সম্পাদক পদে রুহুল কুদ্দুস কাজল (নীল) প্রাপ্ত ভোট ৩০৯৫, নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. আবদুল আলিম মিয়া জুয়েল (সাদা) প্রাপ্ত ভোট ২২০৪, ট্রেজারার পদে অ্যাডভোকেট ড. মো. ইকবাল করিম (সাদা) প্রাপ্ত ভোট ২৫১৩, সহ-সম্পাদক পদে মাহমুদ হাসান (নীল) প্রাপ্ত ভোট ২৭২৪, একই পদে সাফায়াত সুলতানা রুমি (সাদা) প্রাপ্ত ২৫১৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। গত ১০ ও ১১ মার্চ দুইদিন ব্যাপী ভোটগ্রহণ করা হয়।

সমিতির এই নির্বাচনে বুধবার ও বৃহস্পতিবার শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ হয়।

সমিতির কার্যনির্বাহী পরিষদের ১৪টি পদে নির্বাচনে ৫১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে সভাপতি (একটি) পদে পাঁচ, সহসভাপতি (দুটি) পদে সাত, সম্পাদক (একটি) পদে চার, কোষাধ্যক্ষ (একটি) পদে চার, সহসম্পাদক (দুটি) পদে সাত এবং সদস্য (সাতটি) পদে ২৪ জন প্রতিদ্বন্দ্বিতা করেন।